আগরতলা, ২৮ ডিসেম্বর: সমাজের জন্য ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনসাধারণের সমস্যা সমাধান করা ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাগুলি সমাজের সবচেয়ে প্রান্তিক শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেন টিসিএস অফিসাররা। তারা সরকার ও জনগণের মধ্যে সেতু হিসেবেও কাজ করেন।
শনিবার আগরতলার দশমীঘাটে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের দু:স্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশন নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। আগেও এসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা পুর নিগমের ৭০০ জন স্যানিটেশন কর্মীকে শীতবস্ত্র বিতরণ করেছিল। এ ধরনের সমাজসেবামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। টিসিএস অফিসাররা জনগণের বিভিন্ন অভাব অভিযোগের সমাধান করার জন্য সরকারি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্প্রতিক বন্যা সহ বিভিন্ন দুর্যোগ সফলভাবে মোকাবিলার ক্ষেত্রেও তাদের প্রচেষ্টা খুবই উল্লেখযোগ্য।
মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার একটি গতিশীল, কল্যাণমুখী প্রশাসন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে টিসিএস অফিসাররা এই মিশনের অবিচ্ছেদ্য একটি অংশ। মূলত, জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকেন তারা।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার চাকমা, সাধারণ সম্পাদক অসীম সাহা, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। দশমীঘাট এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর পাশাপাশি এদিনই অপর একটি পৃথক কর্মসূচিতে আগরতলা পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
0 মন্তব্যসমূহ