আগরতলা, ২০ ডিসেম্বর : জাতীয় রাজধানী নতুন দিল্লির তিনমূর্তি মার্গস্থিত প্রধানমন্ত্রী সংগ্রাহলয়ে শুক্রবার সন্মানিত হলেন রাজ্যের কৃষি সেক্টরের আধিকারিক অয়ন সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং। এছাড়া ফাউন্ডেশনের জাতীয় সভাপতি অপর্ণা সিং, প্রাক্তন সাংসদ ও ফাউন্ডেশনের সহ-সভাপতি অবিনাশ খান্না শ্যাম জাজু, প্রধান পৃষ্ঠপোষক, ভারত সরকার রাজস্থানের মেয়র, জয়পুরের সাংসদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷
দক্ষিণ জেলার মুহুরীপুর এলাকার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে অয়ন সরকারের এই সাফল্যে এলাকাবাসী, আত্মীয় পরিজন, সকল শুভানুধ্যায়ীরা অত্যন্ত খুশী হয়েছেন। উত্তরাখন্ডের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর রাজ্যে ফিরে এসে তিনি রাজ্যের কৃষি বিষয়ক কর্ম কান্ডে জড়িয়ে পড়েন। রাজ্যের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদারের অধীনে নতুন প্রজন্মের কৃষি স্নাতকরা গড়ে তুলেন ত্রিপুরা কৃষি ও উদ্যান স্নাতক অ্যাসোসিয়েশন। এই সংস্থা ২০১৬ সালে কৃষি স্নাতকদের জন্যে কর্ম সংস্থানের পাশাপাশি কৃষি বিষয়ে নানান কাজ করে আসছে। অয়ন সরকার উক্ত সংস্থার সচিব হিসেবে দায়িত্ব নেন ২০২২ সালে, পাশাপাশি কৃষি ও কৃষক নিয়ে জৈব চাষ, কৃষি সংগঠন যেমন ফার্মার প্রোডিউসার কোম্পানি, প্রোডিউসার গ্রুপ, মাছ চাষের উপর মহিলা কৃষকদের নিয়ে কাজ, কৃষি মার্কেটিং এর উপর নানান কাজ করে যাচ্ছেন। উনি মোট ৫ টি ফার্মার প্রোডিউসার কোম্পানির সাথে যুক্ত ছিলেন। সেই সাথে উনার অধীনে ৪,০০০ জন নারী কৃষকদের নিয়ে মৎস্য চাষের বড় প্রজেক্টে কাজ করেছেন। ওনার সময় কালে ফার্মার প্রোডিউসার কোম্পানির ব্যবসা প্রায় ১কোটির অঙ্কে পৌঁছে যায়। বর্তমানে অয়ন সরকার পতঞ্জলি ফুড লিমিটেড এর ত্রিপুরা রাজ্যের প্রধান হিসেবে কর্মরত। পতঞ্জলি ফুড লিমিটেড বর্তমানে উদ্যান ও ভূমি সংরক্ষন বিভাগের সাথে চুক্তি অনুযায়ী ত্রিপুরার কৃষকের আর্থিক উন্নয়নে জন্যে পাম অয়েল চাষ নিয়ে কাজ শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমান অয়েল পাম প্রজেক্টে কৃষক দের আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি প্রয়োগ ব্যবহারে শ্রী অয়ন সরকার সর্বদা সচেষ্ট আছেন৷ ত্রিপুরায় ওয়েল পাম উৎপাদন সহ বিগত দিনে এবং বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে নানান উল্লেখযোগ্য অবদানের জন্য এই বছর অটল ফাউন্ডেশনের তরফ থেকে গৌরব সন্মান ২০২৪ পুরস্কারের জন্য অয়ন সরকার কে বিবেচিত করা হয়েছে৷ অটল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে রাজ্যের কৃষক সমাজ সাধুবাদ জানিয়েছেন৷
0 মন্তব্যসমূহ