আগরতলা, ২৯ ডিসেম্বর : প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে বার্তা তুলে ধরেন। রবিবার ১১৭ তম মন কি বাত সম্প্রচার করা হয়। এদিন ৭নং রামনগর মন্ডল অফিসে বসে মন কি বাত শুনলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার। সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। মন কি বাত শোনার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন, ক্যান্সার ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অনেকটা সাফল্য এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। আয়ুষ্মান যোজনা ও সচেতনতার মাধ্যমে আসে সাফল্য। তাছাড়া প্রতিভা থাকলে যে কেও সাফল্য পান সেই উপমা তিনি বলিউডের মাধ্যমে দেন। সুন্দর ভাবে দেশকে এগিয়েনেওয়ার জন্যে সবাইকে একত্রে কাজ করার জন্যে বলেছেন প্রধানমন্ত্রী। দেশের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার কথাও বলেছেন। প্রসঙ্গত, প্রতি মাসের শেষ রবিবার প্রতিটি বুথ এলাকাতেই বিজেপির নেতা কর্মীদের উদ্যোগে মন কি বাত অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ