কাঞ্চনপুর, ২৮ডিসেম্বর : চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে কাঞ্চনপুর মহকুমা এলাকার জনগণ। কখনো নির্জনতার সুযোগে আবার কখনো বাড়ির লোকজনের অনুপস্থিতিতে চোরের দল রাতের আধারে বাড়ি ঘরে হানা দিয়ে সর্বস্ব লুঠ করে পালিয়ে যাচ্ছে। সোনা গয়না টাকা থেকে গাড়ি, মোটর বাইক সহ ঘরের যা মূল্যবান সামগ্রী হাতে পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। গত এক মাসের ব্যবধানে কাঞ্চনপুরে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। যদিও সেই চুরি কান্ডের ঘটনায় জড়িত কোন চোর চক্রের পান্ডাদের জালে তুলতে পারেনি পুলিশ। এদিকে শুক্রবার রাতে ফের আরেকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে কাঞ্চনপুর কৃষি সেক্টর অফিসে। কাঞ্চনপুর ডাক বাংলো সংলগ্ন এই কৃষি সেক্টর অফিসের তালা ভেঙে অফিস কক্ষ থেকে কম্পিউটার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। শনিবার সকালে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয় লোকজন। ছুটির দিনে অফিসের দরজা খোলা দেখে তাদের সন্দেহ হয়। তখন দপ্তরের অফিস কর্মচারীরা অফিসে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করার পর কাঞ্চনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঞ্চনপুর থানার পুলিশ এবং সরকারি অফিসে এই চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হবে বলে জানায় পুলিশ।
0 মন্তব্যসমূহ