Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট -২০২৪" এর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ৬ ডিসেম্বর : রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে "ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট -২০২৪" উপলক্ষ্যে আগামী ১২-১৪ই ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিতব্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত সংগীত শিল্পীরা সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। 
এই অনুষ্ঠানকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুচারুভাবে সম্পন্ন করার জন্য শুক্রবার পর্যটন দপ্তর, আরক্ষা দপ্তর, ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে অনুষ্ঠানের মঞ্চসজ্জা, বিভিন্ন স্টল নির্মাণ সহ অন্যান্য প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন তিনি। এদিন মন্ত্রীর সঙ্গে আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা মাঠসহ অনুষঙ্গিক কাজকর্মের বিষয়ে বিস্তারিত তুলে ধরার মন্ত্রীর সামনে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ