অয়ন নাগ, ধর্মনগর, ২৬ ডিসেম্বর : গোটা দেশের সাথে উত্তর জেলার ধর্মনগরে পালিত হয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহাত্মা গান্ধীর শতবর্ষী অনুষ্ঠান।বৃহস্পতিবার সকাল এগারোটায় পতাকা উত্তোলন সহ মহাত্মা গান্ধীর ছবিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি। তারপর চলে আলোচনাচক্র। এতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের জেলা নেতৃত্বরা বলেন, ১৯২৪ সালের ২৬ শে ডিসেম্বর কর্নাটকের বেলগ্রামের সভায় জাতীয় কংগ্রেসের সভাপতি হন মহাত্মা গান্ধী। আর আজ তার শতবর্ষী পূর্তি। সেই দিনটিকে সম্মান জানিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে গোটা দেশ ও রাজ্যের সাথে উত্তর জেলায়ও তা পালন করা হয়।পাশপাশি বক্তারা মহাত্মা গান্ধীর আদর্শ সম্পর্কে বিস্তর আলোচনা রাখেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অজিত দাস,ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক ইনদ্রজিত পাল, জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
0 মন্তব্যসমূহ