আগরতলা, ২৭ ডিসেম্বর : আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশী অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মাত্র ২৪ঘন্টার ব্যবধানে তিন দফায় বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক আগরতলা রেলওয়ে স্টেশনে। আবারো গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৭টার নাগাদ এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয় আগরতলা রেল স্টেশন থেকে। তার নাম মো: পল্লব মাঝি পুলক(৩৯) তার বাড়ী মাদারীপুর জেলায়। সে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় সে জানিয়েছে আগরতলা থেকে প্রথমে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার পরিকল্পনা ছিল।।জি আর পি থানার অফিসারদের টিম তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা যায় সে বাংলাদেশের অংশের মানব পাচারকারী। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আগরতলার জিআরপি থানার ওসি তপন দাস।
0 মন্তব্যসমূহ