Advertisement

Responsive Advertisement

পশ্চিম জেলাশাসকের অফিসে শৌচ স্বচ্ছতা দিবসের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন


আগরতলা, ১০ ডিসেম্বর : সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে স্বচ্ছ এবং রোগমুক্ত রাখার বিষয়ের সচেতন করে তোলা লক্ষ্যে এই দিবস পালন করা হয়। প্রতি বছর বিশ্ব জুড়ে শৌচ স্বচ্ছতা তথা টয়লেট দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার "হামারা শৌচালায় হামারা সম্মান" থিমকে কেন্দ্র করে বিশ্ব টয়লেট দিবসের সমাপনী অনুষ্ঠান পশ্চিম জেলার ডিএম ও কালেক্টরস অফিসে অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে সবার জন্য মর্যাদা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য টয়লেটের তাৎপর্যর উপর জোর দেওয়া হয়। 
এদিন কর্মসূচীতে উপস্থিত পশ্চিম জেলার সহকারি জিলা সভাধিপতি স্বচ্ছ ভারত মিশনের অধীনে স্যানিটেশনে স্থানীয় অর্জনগুলি বিস্তারিত ভাবে উপস্থিত সকলের সামনে তুলে ধরে এই কর্মসূচির উদ্বোধন করেন। এদিনের এই সমাপনী অনুষ্ঠানে, সহকারী জিলা সভাধিপতির পাশাপাশি পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক স্বচ্ছ ভারত মিশনের মিশন ডিরেক্টর উপস্থিত ছিলেন। তারা বক্তব্য রাখতে গিয়ে, এই কর্মসূচীর সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের কাজের প্রশংসা করেন।এতে জেলা কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জেলা স্বচ্ছ ভারত মিশন ম্যানেজমেন্ট মনিটরিং কমিটি এবং পশ্চিম ত্রিপুরার ডিএম ও কালেক্টরের উদ্যোগে হয় অনুষ্ঠানটি। ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবসে এই কর্মসূচীটি শুরু হয়েছিল এবং ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের দিন শেষ হয়। আই এইচ এইচ এল এবং সিএসসি-তে অনুষ্ঠিত বেশ কয়েকটি প্রতিযোগিতা এবং পৃথক এবং ব্লক ভিত্তিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয়। স্যানিটেশন প্রচেষ্টায় সেরা গ্রামগুলিকে পুরস্কার প্রদান করা হয়। জেলার অগ্রগতি তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়। স্যানিটেশনকে মর্যাদা ও টেকসই ভবিষ্যতের প্রতীক হিসেবে তুলে ধরার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ