আগরতলা, ৮ ডিসেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা রাজ্যের বিভিন্ন ক্লাব এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গার ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংঘটন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে রবিবার সাপ্তাহিক ছুটির দিনে রক্তদান শিবিরের আয়োজন করে উত্তর জেলার ধর্মনগরের নতুনপট্টি সার্বজনীন শনি মন্দির কমিটি। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য সদস্যরা। এদিনের এই শিবিরে এলাকার লোকজন স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববন্ধু সেন বলেন, রাজ্যের বহু স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব রক্তদানে এগিয়ে আসছে। জানুয়ারি মাস থেকে ধর্মনগরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আকারে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের তরফে বলা হয়েছে রক্তদানের পাশাপাশি সারা বছর ব্যাপি নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে তাদের উদ্যোগে। এদিন মোট ২৭জন রক্তদানকারী স্বেচ্ছায় রক্ত দান করেন।
0 মন্তব্যসমূহ