Advertisement

Responsive Advertisement

শহীদি বীর বালক দিবস উপলক্ষে আগরতলায় শোভাযাত্রা অনুষ্ঠিত



আগরতলা, ২৭ ডিসেম্বর : শহীদ বীর বাল দিবস উপলক্ষ্যে শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বড়জলা মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রাটি রাজধানীর চানমারি স্কুলের সামনে থেকে শুরু হয়ে চানমারিস্থিত গুরুদোয়ারায় এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জলা এলাকার প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস, ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এবং বড়জলা মণ্ডল সভাপতি রারাজীব সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার নানা বয়সী লোকজন। 
শোভাযাত্রাটি গুরুদোয়ারায় এসে পৌঁছলে গুরুদোয়ারার পরিচালকমন্ডলী সদস্যরা উপস্থিত নেতৃত্বদের পাগড়ী এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। এরপর সকলের উপস্থিতিতে শহীদ বীর বাল জোরাওয়ার সিং এবং ফতেহ সিং এর স্মৃতিতে উপস্থিত সকলে প্রার্থনা করেন। এ দিন এই কর্মসূচি সম্পর্কে কথা বলতে গিয়ে ডাক্তার দিলীপ দাস বলেন, দুই কিশোর বীর দেশের সম্মান রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন। তাদের বীরগাথা অনেকেই জানেন না। এই দুই কিশোরের সম্পর্কে মানুষকে অবগত করার উদ্দেশ্যে এদিনের কর্মসূচি। 
এই প্রসঙ্গে উল্লেখ যে, শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তান সাহেবজাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ