Advertisement

Responsive Advertisement

নন্দননগরের এফ সি আই ডিভিশনাল অফিস পরিদর্শন করলেন রাজ্যপাল


আগরতলা, ৯ ডিসেম্বর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু'র রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন জারি রয়েছে। এর প্রেক্ষিতে সোমবার তিনি আগরতলার নন্দননগরস্থিত ভারতীয় খাদ্য নিগমের ডিভিশনাল অফিস পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে এফসিআই’এর ডিভিশনাল ম্যানেজার চন্দ্রা ভান রাজ্যপালকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। 
এরপর রাজ্যপাল কনফারেন্স হলে এফসিআই’র ডিভিশনাল অফিসের আধিকারিকদের সাথে বৈঠক করেন। নানা খুটিনাটি তথ্য জেনে নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। এফসিআই কর্তৃপক্ষ রাজ্যপালকে জানান, বর্তমানে রাজ্যে তাদের ৮টি খাদ্য গোদাম রয়েছে। বৈঠকে খাদ্য গোদামগুলিতে খাদ্যশস্য মজুতের বিষয়েও রাজ্যপালকে অবহিত করা হয়।
বৈঠক শেষে রাজ্যপাল এফসিআই’র গোদামের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, ওয়েট ব্রিজসহ নানা পরিকাঠামো পরিদর্শন করেন। পরে সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যপালজানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় খাদ্য নিগমের বিভিন্ন নীতি নির্দেশিকা পরিবর্তন করে সময়োপযোগী করেছেন। বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার এখন স্থানীয় ভাবে খাদ্যশস্য সংগ্রহ করতে পারছে। তাতে পরিবহণ ব্যয় অনেকটাই কমেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ