আগরতলা, ৯ জানুয়ারি : জীবন জীবিকার জন্য কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন রেলওয়ের হকার কর্মীরা। তাই এইসব সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার আরপিএফ'র সিকিউরিটি কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী এসোসিয়েশন। এদিন মজদুর মনিটরিং সেল'র নেতা বিপ্লব কর বলেন, রেলওয়ে স্টেশন বা রেলে হকারী করে দিনযাপন করছেন রেলের হকাররা। তাতে তাদের প্রতিদিন গড়ে প্রায় ৪০০টাকার মতো রোজগার হয়। বিনা টিকিটেই তারা প্ল্যাটফর্মে ঢুকেন এবং রেলে উঠে হকারী করেন। এর জন্য আগে তাদের বিরুদ্ধে প্রায় ৬ মাস ৭ মাস পর পর একটি কি দুইটি মামলা দায়ের করা হতো। সাধারণ অপরাধের মামলা দেওয়া হতো যা কম জরিমানার মাধ্যমে ছাড় পেয়ে যেতেন তারা। কিন্তু বর্তমানে প্রায় প্রতিদিনই তাদের বিরুদ্ধে রেলের বিভিন্ন সামগ্রী চুরি সহ একাধিক গুরুতর মামলা দেওয়া হচ্ছে। তাই এর প্রতিকার চেয়ে তাদের এই ডেপুটেশন। ১০ জনের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন।
0 মন্তব্যসমূহ