Advertisement

Responsive Advertisement

স্বামীজী যুব শক্তির অনুপ্রেরণা : মেয়র


আগরতলা, ১২ জানুয়ারি : স্বামীজী হচ্ছেন যুব শক্তির অনুপ্রেরণা। তাই স্বামী বিবেকানন্দের চিন্তা চেতনা বাণী দিশাকে অনুসরণ করে চলতে হবে। যুব শক্তিকে নারীদের সুরক্ষিত রাখার জন্যে এগিয়ে আসতে হবে। স্বামীজীর পথে পরিচালিত হলে সুন্দর রাষ্ট্র গঠন সম্ভব। এই অভিমত আগরতলা পুর নিগমের মেয়র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের। প্রতি বারের মতো এবারেও রবিবার ১২ জানুয়ারি রাজধানী আগরতলার চিলড্রেন পার্ক সংলগ্ন বিবেক উদ্যানে স্বামীজীর জন্ম জয়ন্তী উপলক্ষে এক আআনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মেয়র। স্বামীজীর জন্ম জয়ন্তী ও জাতীয় যুব দিবস উপলক্ষে এই অনুষ্ঠান পরিচালনায় ছিল রামকৃষ্ণ মঠ ও মিশন। তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, আগরতলা পুর নিগম ও বিবেক উদ্যান সমিতির সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। স্বামীজীর মূর্তিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান 
আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ সহ অন্যান্নরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরাসহ স্বামীজীর অনুরাগীরা উপস্থিত ছিলেন। বক্তাদের প্রত্যেকেই স্বামীজীর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ