Advertisement

Responsive Advertisement

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসছে ১০ জানুয়ারি থেকে : রতন লাল নাথ



আগরতলা, ১জানুয়ারি : রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ১০ জানুয়ারি ২০২৫ইং। ১০, ১৩ এবং ১৫ জানুয়ারি এই তিন দিন চলবে অধিবেশন। বুধবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির তথা বিএসি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বিএসি বৈঠকে পৌরহিত্য করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী ,বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রাম পদ জমাতিয়া, বিধায়ক বীরজিৎ সিনহাসহ বিধানসভার আধিকারিকরা। 
বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথা গতভাবেই বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে। রাজ্যপাল তার ভাষনে গত এক বছর সরকার কি কি উন্নয়ন মূলক কাজ করেছে এবং আগামী এক বছর সরকার কি কি কাজ করবে তার দিশা তুলে ধরবেন সকল সদস্যদের সামনে। এছাড়া বিধানসভার অধিবেশনে থাকবে প্রশ্নোত্তর পর্ব। কয়েকটি বিলও উত্থাপন করা হবে। এদিন বিএসি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।
এদিন মন্ত্রী আরো জানান, শীতকালীন অধিবেশনের পর কিছুদিনের মধ্যেই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। তাই অল্প কয়েক দিনের মধ্যে বিধানসভার দুইটি অধিবেশন হওয়ায় বিধায়করা তাদের সমস্যার কথা অধিবেশনে উত্থাপন করার সুযোগ পাবেন। পেপারলেস বিধানসভার কার্য পরিচালনার জন্য বিধায়কদের একটি দলকে দিল্লিতে পাঠানো হবে। এই দলটি সংসদের অধিবেশন চলাকালীন সময়ে স্বচক্ষে বিষয়টি প্রত্যক্ষ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ