Advertisement

Responsive Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ড. মনমোহন সিং এর স্মরণসভা করলো প্রদেশ কংগ্রেস



আগরতলা, ২ জানুয়ারি : সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর স্মৃতিতে দেশ জুড়ে সপ্তাহ ব্যাপী শোক সভা পালন করে কংগ্রেস। রাজ্যেরও প্রতিটি জেলা ও ব্লক এলাকায় স্মরণ সভা করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে হয় স্মরণসভা। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী , প্রাক্তন প্রদেশ সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসসহ বিভিন্ন শাখা সংগঠন ও জেলা স্তরের নেতৃত্ব। উপস্থিত সবাই প্রয়াত ড. মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। উনার স্মৃতিচারণ করতে গিয়ে দলের প্রদেশ সভাপতি  বলেন, দেশের অর্থনীতির বিরাট পরিবর্তন এনেছিলেন ডক্টর মনমোহন সিং। উদার অর্থনীতির দ্বার খুলে দিয়েছিলেন। তাতে দেশের সকল অংশের মানুষ সুবিধা পেয়েছেন। সরকার পরিচালনায় উনার প্রশাসনিক দূরদর্শিতায় দেশ অনেক দূর এগিয়েগেছে। প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর রাতে দিল্লির এইমস এ প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ