Advertisement

Responsive Advertisement

স্বেচ্ছায় রক্তদান মহৎ দান : মেয়র দীপক মজুমদার


আগরতলা, ১৮ জানুয়ারি : পশ্চিম জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে শনিবার বৃহৎ আকারের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র এবং রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। সেই সঙ্গে এদিন শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক ডা. বিশাল কুমারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে মেয়র উপস্থিত অতিথি সহ শিবিরের স্বেচ্ছাসেবীদের উদ্যোগের প্রশংসা করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রক্তদান মহৎ দান। রক্তদানের ফলে অনেক জীবন বাঁচাতে পারে। যারা রক্তদান করছেন তারা নিজের জীবনে এক বৃহৎ কাজ করছেন।
তিনি আরো বলেন, এই শিবিরে রক্ত সংগ্রহ করতে আসা কর্মীরাও রক্তদান করেছেন, যা সাধারণত অন্যান্য রক্তদান শিবিরে দেখা যায় না। এই রক্তদানের ক্ষেত্রে রক্তদাতার ধর্ম বর্ণ কিছুই যাচাই হয় না, এর দেশের ঐক্যতার প্রমাণ পাওয়া যায় রক্তদান শিবিরের মাধ্যমে। এই শিবিরে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী রক্তদান করবেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ