আগরতলা, ২৩ জানুয়ারি : বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় নেতাজীর ১২৮ তম জন্ম জয়ন্তী উদযাপন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নেতাজির লড়াকু মানসিকতা থেকে অনুপ্রেরণা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য দেশ ও রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, পীযূষ বিশ্বাস, প্রদেশ মহিলা কংগ্রেস সভার নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদান ছিল উল্লেখযোগ্য ।এই মহান স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিবস উদযাপন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানায় প্রদেশ কংগ্রেস।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো বলেন, দেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। দেশের বর্তমান শাসক দল দেশের স্বাধীনতাকে অবজ্ঞা করে, দেশের সংবিধান এবং সংবিধান প্রণেতাকে অসম্মান করে সারা বিশ্বের কাছে ভারতের পদমর্যাদা ক্ষুন্ন করার প্রয়াস নিয়েছে। এই পরিস্থিতিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর লড়াকু মানসিকতা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশবাসীকে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অনুমোদিত বিভিন্ন সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগেও যথাযথ মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।
0 মন্তব্যসমূহ