আগরতলা, ১জানুয়ারি : অদ্বৈত মল্লবর্মন ত্রিপুরা রাজ্য তথা দেশের মধ্যে অন্যতম সুপরিচিত এক কথা সাহিত্যিক। তিতাস একটি নদীর নাম লিখে শুধু ত্রিপুরা বা পশ্চিমবাংলা নয় ওপার বাংলাতেও সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। এই বিশিষ্ট লেখক এর জন্ম কিন্তু ত্রিপুরা রাজ্যের সোনামুড়া মহকুমার কেমতলী এলাকায়। তিনি অল্প বয়সে মারা গেলেও মানুষ তার অমর সৃষ্টি তিতাস একটি নদীর নাম উপন্যাসের জন্য চেনেন। মহান এই কথা সাহিত্যিকের জন্মদিন পয়লা জানুয়ারি। যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাই বুধবার পহেলা জানুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে অদ্বৈত মল্লবর্মনের ১১১তম জন্মদিন উদযাপন করা হয় ত্রিপুরা রাজ্য জুড়ে। মূল অনুষ্ঠানটি এদিন হয় রাজধানী আগরতলার অফিস লেনের অদ্বৈত মল্লবর্মণ অতিথি শালা প্রাঙ্গনে। ত্রিপুরা সরকারের তফশিল জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি লেখকের আবক্ষ মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজসেবী টোটন দাস সহ অন্যান্যরা। সকলেই পুষ্পাঅর্ঘ্য অর্পণ করে লেখককে শ্রদ্ধা নিবেদন করেন।
0 মন্তব্যসমূহ