Advertisement

Responsive Advertisement

মহিলা সশক্তিকরণের লক্ষে প্রজ্ঞা ভবনে সেমিনারে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়


আগরতলা, ১১ জানুয়ারি : মহিলাদের সশক্তিকরণের উপর এখন কেন্দ্র ও রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে। তাই সে দিকে লক্ষ রেখে শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আধিকারিকরা ছাড়াও মহিলা কমিশন ও বিভিন্ন এন জি ও এর প্রতিনিধিরা তাতে উপস্থিত ছিলেন। মন্ত্রী টিঙ্কু রায় জানান, মহিলা সশক্তিকরণ , মহিলাদের অধিকার ও সুরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিনের অনুষ্ঠানে আলোচনা হয়। মন্ত্রী এও বলেন, সবকিছু শুধু সরকারের পক্ষে করা সম্ভব নয়। তাই এন জি ও গুলিকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত, মহিলাদের সশক্তিকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহিলাদের সুরক্ষা , অধিকার ও ক্ষমতায়নের জন্যে সরকারের অনেক প্রকল্প রয়েছে। কিন্তু সেগুলি সম্পর্কে সমস্ত অংশের মহিলারা অবগত নন। তাই এই সমস্ত বিষয়গুলি প্রচারের আলোয় নিয়ে যেতে ও মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ