আগরতলা, ৩ জানুয়ারি : মূল্যবোধের নজির সৃষ্টি করলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার। জেলা শাসকের অফিসে সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত উৎপল ঘোষ সম্প্রতি চাকুরী জীবন থেকে অবসরে যান। অফিসের অন্যান্য কর্মচারিদের তরফে চাকরি জীবনের শেষ দিন তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক ডা বিশাল কুমার নিজেও। অনুষ্ঠান শেষে যখন উৎপল ঘোষ নিজ বাড়ী উদ্দেশ্যে রওনা দেন তখন জেলাশাসক নিজে উনার সঙ্গে সংবর্ধনা হল থেকে নিচে নেমে আসেন এবং উনার নিজের গাড়িতে করে উৎপল ঘোষকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন। জেলাশাসকের একজন সহকর্মীর প্রতি এমন সহমর্মিতা দেখে অফিসের অন্য সকল কর্মচারীরাও অভিভূত। শবে সর্বভারতীয় স্তরের একজন আমলা হয়েও অবসরে যাওয়া কর্মীর প্রতি এমন সহানুভূতিশীল মনোভাবের জন্য সকল স্তরের কর্মীদের প্রশংসা কুড়াচ্ছেন জেলাশাসক ডা বিশাল কুমার।
0 মন্তব্যসমূহ