আগরতলা, ১১জানুয়ারি : জাতীয় যুব দিবসকে সামনে রেখে আগরতলার স্বস্তি বাজারে স্বস্তি বাজার মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগ মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবারের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য , আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রন্তা দত্ত সহ অন্যান্নরা । রক্তদান শিবিরেরউদ্বোধন করে রক্তদাতাদের সাথে কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। সাংসদ শ্রী ভট্টাচার্য দাবি করেন রাজ্যে এখন মানুষ উৎসবের মেজাজে রক্তদান করেন। এদিনের এই উদ্যোগের জন্যে স্বস্তি বাজার এর বেবসায়ীদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বলেন , এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষে প্রত্যেকের অংশিদারিত্ব দরকার। তাই সবাই মিলে তা বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা রাখেন তিনি। এদিনের এই রক্তদান শিবির ঘিরে স্বস্তি বাজার এর বেবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। তারা রক্তদান ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করেন বলে জানানো হয়।
0 মন্তব্যসমূহ