আগরতলা, ২৩ জানুয়ারি: প্রতি বছরের ন্যায় এবছরও ২৩ শে জানুয়ারির দিন আগরতলায় শুরু হল বার্ষিক পুষ্প ও বাহারী পাতার প্রদর্শনী এবং প্রতিযোগিতা। এ বছর এই প্রতিযোগিতার ৩৯ বর্ষ। রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার রবীন্দ্র কাননে আয়োজিত এই প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী প্রণজি সিংহ রায়, রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ড: ফনি ভূষণ জামাতিয়া, পশ্চিম জেলার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুজিত দাস সহ অন্যান্যরা।
প্রদীপ জ্বালিয়ে এবং চারা গাছে জল দিয়ে এ বছরের প্রদর্শনী এবং প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর ছোট ছোট শিশুরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন। আয়োজকদের তরফে উপস্থিত অতিথিদের ফল যুক্ত স্ট্রোবেরী চারা উপহার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমান রাজ্য সরকার কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে একের পর এক প্রকল্প গ্রহণ করছে। আগে একটা সময় ছিল যখন রাজ্যের নিত্য দিনের ফুলের চাহিদার প্রায় ১০০ শতাংশ গভীর রাজ্য থেকে আমদানি করতে হতো। কিন্তু বর্তমান সরকারের উদ্যোগ গ্রহণের ফলে এখন রাজ্যে কৃষকদের মধ্যে ফুল চাষের আগ্রহ তৈরি হয়েছে। বর্তমান সময়ে রাজ্যের চাহিদার বেশিরভাগ পরিমাণ ফুল নিজেরাই উৎপাদন করছেন। আগামী দিনে ফুল চাষের পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য এ ধরনের সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। প্রদর্শনীর জন্য মানুষ বছর ভর অপেক্ষায় থাকেন। পাশাপাশি তিনি রবীন্দ্র কাননের সৌন্দর্যায়নের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। যদি কোন প্রয়োজন হয় তাহলে তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি বলেও জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। সাবধানে আগরতলা এবং আশেপাশের এলাকা থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে প্রদর্শনী স্টলে শামিল হয়েছেন। এর মধ্যে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার "স্টেট হটিকালচার রিসার্চ স্টেশন" এর স্টল দেখে বিশেষ করে তাদের কাজের জন্য উপস্থিত অতিথিরা প্রশংসা করেন। মেলা এবং প্রদর্শনী আগামী ২৬ শে জানুয়ারি পর্যন্ত চলবে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী রতন লাল নাথ এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মিলে গ্রুপ ফটো সেশনে অংশ নেন।
0 মন্তব্যসমূহ