আগরতলা, ১১ জানুয়ারি : ছয় দফা দাবি নিয়ে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ, উপজাতি যুব ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়নের রাজভবন অভিযান ও তিন ঘন্টার গণ অবস্থান পালন করল বামপন্থী তিনটি সংগঠন। এদিন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন সার্কিট হাউজের সামনে পুলিশ বেরিগেট করে মিছিলটি কে আটকে দেন। পুলিশ মিছিলটিকে আটকে দেওয়ার পর সেই স্থানে তিন ঘণ্টার গন অবস্থান ও রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করলেন সংগঠনের নেতৃত্বরা। রাজভবন অভিযানের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট বরুর সদস্য মানিক সরকার, বিরোধী দল নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ উপজাতি ছাত্র যুব ও গণমুক্তি পরিষদের সংগঠনের নেতৃত্বরা । তাদের এই ছয়টি দাবিগুলির মধ্যে রয়েছে আদিবাসী জনসংখ্যার অনুপাত ৮.৬ শতাংশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের চাকরিতে এস টি সংরক্ষণ সুনিশ্চিত করে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে। বেসরকারি ক্ষেত্রে এবং চুক্তি ভিত্তিক কেজুয়াল ডিআরডব্লিউ ইত্যাদি ক্ষেত্র সংরক্ষণ কে মান্যতা দিয়ে নিয়োগ করতে হবে এবং বেসরকারিকরণ বন্ধ করতে হবে। ১২৫ তম সংবিধান সংশোধনী বিল পাস করতে হবে এবং ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশীল অন্তর্ভুক্ত করতে হবে। সিএএ এবং বোন সংরক্ষণ আইন বাতিল করতে হবে। অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে। এডিসি এলাকায় উন্নয়ন বেহাল দশা দূর করতে হবে। রাত যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং লাগামহীন দুর্নীতি বন্ধ করতে হবে। এই ছয়টি দাবি নিয়ে বামপন্থী সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। উপজাতি যুব ফেডারেশন। উপজাতি ছাত্র ইউনিয়নের রাজ্যপালের নিকট ডেপুটেশন ও গণ অবস্থান প্রদান করল।
0 মন্তব্যসমূহ