Advertisement

Responsive Advertisement

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের ১৭ তম প্রয়াণ বার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস।

 


আগরতলা, ৪ জানুয়ারি : শনিবার ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ বার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস। এবছর প্রয়াত মুখ্যমন্ত্রীর ১৭ তম প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষে কংগ্রেস ভবনে এদিন সকালে কংগ্রেস নেতৃবৃন্দ প্রয়াত জননেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ মজুমদার, xযুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার ছিলেন রাজ্যের জাতি এবং উপজাতি উভয় অংশের মানুষের জননেতা ।তার প্রশাসনিক দক্ষতা রাজ্যবাসী আজীবন মনে রাখবেন। রাজ্যের বয়সউতীর্ণ বেকারদের জন্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তার বিভিন্ন জনদরদী সিদ্ধান্ত এবং কর্মচারীদের জন্য উদ্যোগী পদক্ষেপ গুলি ছিল উল্লেখযোগ্য। আজীবন তিনি জাতি এবং উপজাতির মধ্যে মৈত্রী বন্ধন তৈরি করে গেছেন ।রাজ্যের উভয় অংশের জনগণের মধ্যে শান্তি সম্প্রীতি এবং প্রগতি স্হাপনই ছিল প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধী রঞ্জন মজুমদারের মূল লক্ষ্য।
এদিন রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমায় কংগ্রেস কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭ তম প্রয়াণ বার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ