আগরতলা, ২২জানুয়ারি : রাজধানী আগরতলার বাজার ঘাট বিধানসভা কেন্দ্রের ৫৯ নম্বর বুথে সভাপতি দেবাশীষ মজুমদারের মা মায়া রাণী মজুমদারের মৃত্যু হয়েছে সম্প্রতি। বুধবার তাদের বাড়িতে মৃতার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, - একজন মাতৃতুল্য অভিভাবককে হারালাম। যার কাছ থেকে মায়ের সমতুল্য আদর-যত্ন পেয়েছি, পেয়েছি সাহস। উনি হলেন বাধারঘাট, ৫৯নং বুথ সভাপতি শ্রী দেবাশীষ মজুমদার (মনু'দা) এর #মা আদরনীয়া মায়া রাণী মজুমদার।
আজ উনার শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়ে উনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করি। শোক সন্তপ্ত পরিবারের সকলের খোঁজখবর নিই এবং আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করি। আমি ভগবানের নিকট প্রার্থনা করি, উনার বিদেহী আত্মা যেন ঠাকুরের শ্রী রাতুল চরণে জায়গা পায়।
0 মন্তব্যসমূহ