কৈলাসহর, ১৬ জানুয়ারি : বৃহস্পতিবার কৈলাশহর এর চন্ডিপুর বিজেপি মন্ডলের উদ্যোগে চন্ডিপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, ঊনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল প্রমুখ। এছাড়া বিজেপি মন্ডলের অধীনে থাকা সমস্ত বিজেপি দলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিতে প্রচুরসংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজেপি দলের সকল বুথ সভাপতিদের সংবর্ধিত করেন মন্ত্রী টিংকু রায়। এদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি তুলে ধরার পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন মন্ত্রী ।
0 মন্তব্যসমূহ