আগরতলা, ১৮ জানুয়ারি : রাজধানী আগরতলার বাধারঘাটের এ.ডি নগর, ১৫নং রোড এলাকাবাসী ও স্থানীয় ব্যাবসায়ীবৃন্দের যৌথ উদ্যোগে শনিবার শ্রী শ্রী শনিদেবের পূজোর আয়োজন করা হয়। ৩য় বাৎসরিক শ্রী শ্রী শনিদেবের পূজো আরাধনায় উপস্থিত প্রাক্তন বিধায়িকা এবং প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সভার নেত্রী মিমি মজুমদার। তিনি পূজা প্রাঙ্গনে হয়ে সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা প্রার্থনা করেন এবং উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। স্থানীয় এলাকার লোকজন নেত্রীকে পেয়ে খুশি ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ