Advertisement

Responsive Advertisement

অম্পি মন্ডলের প্রত্যন্ত গ্রামে কিষান মোর্চার স্বাস্থ্য শিবির



আগরতলা, ২০ জানুয়ারি : ত্রিপুরা প্রদেশ কিষান মোর্চার উদ্যোগে সোমবার অম্পি মন্ডলের প্রত্যন্ত গ্রাম বিশ কিলো পাড়ায় এক স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বিজেপি কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়, উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সম্পাদিকা এআর প্রতীচী ভৌমিক এবং উনার চিকিৎসক স্বামী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষান মোর্চা রাজ্য সম্পাদক বীরসিং জমাতিয়া সোশ্যাল মিডিয়া ইনচার্জ অশোক রায় অম্মি মন্ডল কিষান মোর্চা সভাপতি অসীম কলই প্রমুখ। উক্ত স্বাস্থ্য শিবিরে ৭৩ জন জুম চাষী পরিবারের স্ত্রী পুরুষ ও শিশুদের চিকিৎসা করেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ টি কে চৌধুরী । এত নিকটে চিকিৎসার সুযোগ পেয়ে জুম চাষিরা অত্যন্ত আনন্দিত উৎসাহিত হন। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায় বলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস এর মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সুশাসনে চিকিৎসা ব্যবস্থা আজ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছে। এখন রাজ্যের মানুষ পূর্বতন সরকারের সময়ের মতো বিপুল পরিমাণে বহিঃ রাজ্যে চিকিৎসা করতে যাচ্ছেন না। তিনি আরও বলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্জীর অনুপ্রেরণায় প্রদেশ কিষান মোর্চা কৃষকদের সেবায় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আরও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করবে। স্বাস্থ্য শিবির শুরু হওয়ার পূর্বে অমরপুর মহকুমার কস্কো ফারমার্স ক্লাবের উদ্যোগে ৫০ জন জুম চাষী ভাইবোনদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ