আগরতলা, ১৬ জানুয়ারি : উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের দুদিন ব্যাপী সাংগঠনিক শিবির শুরু হল ত্রিপুরা রাজ্যে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এই সম্মেলনের উদ্বোধন করেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু সিব। উপস্থিত ছিলেন উত্তরপূর্ব অঞ্চলের যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি গণসহ বিভিন্ন নেতৃত্বরা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন অরুনাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাম টুকি, ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপালচন্দ্র রায়, বিধায়ক বিরোজিৎ সিনহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তীরসহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
দুদিনের এই সম্মেলনে অশান্ত মনিপুরে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন আসেননি পাশাপাশি ত্রিপুরার বেকারত্ব বৃদ্ধি এবং নেশা ও পাচার বাণিজ্য রমরমা নিয়েও আলোচনা হবে । তার পাশাপাশি সংগঠন বিস্তার নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। এদিন এই সম্মেলনের উদ্বোধন করে ভাষণ রাখতে গিয়ে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব বলেন নেতৃত্বদের মধ্যে গুষ্টি কুন্দুল কিছুতেই মানা যাবে না। বিজেপি দলকে রুখতে হলে একসঙ্গে ময়দানে নেমে কাজ করতে হবে। এদিন এই সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বরা।
0 মন্তব্যসমূহ