Advertisement

Responsive Advertisement

বন কর্মীদের ঝটিকা অভিযানে উদ্ধার চেরাই কাঠ,পলাতক কাঠ মাফিয়া





অয়ন নাগ, ধর্মনগর, ১১ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে বন কর্মীদের ঝটিকা অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ।পলাতক কাঠ মাফিয়া।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।জানা গেছে,শনিবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে গোপন খবর আসে ভারত-বাংলা ও ত্রিপুরা-অসম সীমান্তের রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের আব্দুল সাত্তারের বাড়িতে বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ মজুত রয়েছে।সেই খবরের ভিত্তিতে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ,বিট অফিসার অভিজিৎ দাস দলবল নিয়ে ঐ বাড়িতে হানা দেন।হানা দিয়ে বাড়িতে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের প্রায় সত্তর ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত কাঠ গুলি ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।তবে বন‌ কর্মীদের ঝটিকা অভিযানের আঁচ পেয়ে বাড়ি মালিক তথা কাঠ মাফিয়া গা ঢাকা দিতে সক্ষম হয়।এমর্মে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান,উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা হবে। তাছাড়া পলাতক কাঠ মাফিয়ার বিরুদ্ধে বন আইনে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ