Advertisement

Responsive Advertisement

লক্ষ্মীবাঈ নারী চেতনা কেন্দ্রের উদ্দ্যোগে কৈলাসহরে র‍্যালি অনুষ্ঠিত



আগরতলা, ৬ জানুয়ারি : লিঙ্গ-ভিত্তিক সহিংসতায় পীড়িত ব্যাক্তিদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এবং তাদেরকে শক্তি যোগানোর লক্ষ্যে সোমবার কৈলাসহরে এক র‍্যালির আয়োজন করা হয়। আবাহন সি এল এফ'র অধীন 'লক্ষ্মীবাঈ নারীচেতনা কেন্দ্রে'র উদ্দ্যোগে এক প্রতিবাদ র‍্যালিটি হয়। কৈলাস শহরের গৌরনগর আর ডি ব্লক প্রাঙ্গণের আবাহন সি এল এফ'র অফিসের সামনে থেকে এই র‍্যালি শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ঊনকোটি জিলা পরিষদের অফিসের সামনে এসে শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবাহন সি এল এফ'র প্রেসিডেন্ট শীলু দেবনাথ, সেক্রেটারি চিত্রা সিনহা, গৌরনগর ব্লকের অতিরিক্ত ভিডিও তাজিম চাকমা সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে প্রচুরসংখ্যক মহিলা অংশগ্রহণ করে ছিলেন। তারা হাতে মোমবাতি নিয়ে সামিল হয়ে ছিলেন। 
এই প্রসঙ্গে উল্লেখ যে, আবাহন সি এল এফ'র গ্রামীণ মহিলাদের বিকাশের জন্য বিশেষ করে তাদেরকে আর্থিক ভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা লক্ষ্যে সারা বছর ধরে কাজ করে থাকে। সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কাজ গুলিকেও সাধারণ এবং প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ