Advertisement

Responsive Advertisement

যারা রক্তদান করেন তারাই রক্তের বিকল্প : মেয়র




আগরতলা, ১১জানুয়ারি : জাতীয় যুব দিবস ঘিরে বিভিন্ন ক্লাব , সংস্থা না না কর্মসূচি হাতে নিয়েছে। ১২ জানুয়ারি স্বামীজীর জন্ম দিবসকে সামনে রেখে রাজধানীর দূর্গা চৌমুহনী ব্রিজের কাছে সূর্য তোরণ ক্লাবের দুই দিনব্যাপী সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুর তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে তিনি যুব দিবস ঘিরে ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন। সেই সঙ্গে রক্ত দানের গুরুত্ত নিয়ে আলোচনা করেন। বলে, বিজ্ঞানের এত অগ্রগতিতেও রক্তের বিকল্প আবিষ্কার হয়নি। রক্ত দেন শ্রেষ্ট দান। যারা রক্ত দান করছেন তারাই হচ্ছেন রক্তের বিকল্প। রাজ্যে ১২টি সরকারি ও ২ টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। সেগুলিতে যেন রক্তের সংকট দেখা না দেয় তার জন্যে মানুষকে নিয়মিত রক্তদানের আহ্বান জানান মেয়র। সেইসঙ্গে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। এদিকে সূর্য তোরণ ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বসে আঁকো , সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৩ টি বিভাগে এই সমস্ত প্রতিযোগিতাগুলি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ