আগরতলা, ২০ জানুয়ারি: উত্তর পূর্বাঞ্চলের কারুশিল্পের বিকাশে পূর্বোত্তর আদি বাজার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পূর্বোত্তর আদি বাজার ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের কারুশিল্পীদের কৃষ্টি, সংস্কৃতি ও শিল্প প্রতিভাগুলি তুলে ধরার একটি সহায়ক মঞ্চ।
সোমবার আগরতলার পূর্বাশা আরবান হাট কমপ্লেক্সে পূর্বোত্তর আদি বাজারের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ট্রাইফেড এবং ত্রিপুরা মার্কফেডের যৌথ উদ্যোগে এই আদি বাজারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ সাহা বলেন, রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় জনজাতিদের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী রিসা, পাছড়া, মাতাবাড়ির পেড়া ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে। বর্তমান সরকারের সময়কালে রাজ্যে মহিলা পরিচালিত স্বসহায়ক দলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসি কার্যকর করার ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অর্থনৈতিক সহ সামগ্রিক উন্নয়নে এক নতুন মাত্রা সংযোজিত হয়েছে। এর পাশাপাশি কারুশিল্পীদের উৎপাদিত পণ্যগুলির প্রচার ও প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যগুলির মোড়ক আকর্ষণীয় করে তুলতে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ট্রাইফেডের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ রামসিন রাঠোড়, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দে, ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, সমবায় দপ্তরের সচিব তাপস রায়, সমবায় সমিতির নিয়ামক দশরথ দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে পূর্বোত্তর আদি বাজার। এই আদি বাজারে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আদিবাসীদের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রীর ৩২টি স্টল রয়েছে।
0 মন্তব্যসমূহ