Advertisement

Responsive Advertisement

মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার: টিংকু রায়



আগরতলা, ২০ জানুয়ারি : আবাহন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন আবাহন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রেসিডেন্ট শিলু দেবনাথ, কৈলাসহরের গৌর নগর ব্লকের অতিরিক্ত ভিডিও তাজিম চাকমা, গ্রামীণ জীবিকা মিশনের গৌরনগর ব্লক কোর্ডিনেটর অসীম ভট্টাচার্য, ক্লাস্টার কোর্ডিনেটর দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। 
এদিনের এই সভায় সমবায় সমিতির বিভিন্ন কাজকর্মের বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি আগামী দিনে গ্রামীণ মহিলাদের আর্থিক উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে আলোচনা করা হয়। সমিতির প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের বর্তমান সরকার চায় প্রতিটি নারী যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং অবগত হয়। নারীদের আর্থিক অবস্থার উন্নতি এবং স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তিনি মন্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করছেন তা হল সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর। এই দপ্তরের মূল কাজ হচ্ছে নারীদের অধিকার রক্ষা এবং সচেতন করে তোলে তাদেরকে আত্মনির্ভর করা। মহিলাদের কল্যাণে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নানা পদক্ষেপ নিয়েছে। নতুন নতুন প্রকল্প এনেছে। সেই সঙ্গে তিনি এই সমবায় সমিতির শ্রীবৃদ্ধি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ