Advertisement

Responsive Advertisement

পুর নিগমের ২৬ নং ওয়ার্ডে শীতবস্ত্র ও এলইডি লাইট বিতরণ



আগরতলা, ৯ জানুয়ারি : আগরতলা পুর নিগমের বর্তমান পরিচালন বোর্ডের তিন বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে নানা অনুষ্ঠান হচ্ছে। ২৬নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মধ্যে দিয়ে নাগরিক সংবর্ধনা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। তাতে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী দাস দেওয়ান, ইস্ট জোনালের চেয়ারম্যান সুখময় সাহাসহ অন্যান্যরা। 
অনুষ্ঠানে ১০০ জন প্রবীণ নাগরিককে শীতবস্ত্র প্রদান করা হয়। তাছাড়া ১,০০০জন মানুষের মধ্যে এলইডি লাইট বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা এই সামগ্রীগুলি তুলে দেন বেনিফিসিয়ারিদের হাতে। ওয়ার্ড কতৃপক্ষের এই উদ্যোগে খুশি এলাকার জনগণ। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই বর্তমান পরিচালন বোর্ডের তিন বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ