Advertisement

Responsive Advertisement

পুরাতন আগরতলা ব্লকে সহায়ক মূল্যের ধান ক্রয় এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত



 আগরতলা, ৭ জানুয়ারি : রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের স্বার্থে নূন্যতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচী এখন চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর পার্শ্ববর্তী পুরাতন আগরতলা ব্লকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। এদিনের এই কর্মসূচির সূচনা করেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং প্রাক্তন স্পিকার রতন চক্রবর্তী। সেই সঙ্গে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন মন্টি দেবনাথ, বিশিষ্ট সমাজ সেবক মান্না দে এবং রাজেশ ভৌমিক, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপর্সন ঝর্না রানী দাস, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডঃ ফণিভূষন জমাতিয়া, জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর, পুরাতন আগরতলা আর.ডি. ব্লকের বিডিও শান্তনু দত্ত, পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী প্রমূখ। স্থানীয় কৃষ্ণমালা মুক্ত মঞ্চতে এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
এদিন প্রায় ৮১জন কৃষক প্রায় ৮৮ মেট্রিক টন ধান সহায়ক মূল্যে বিক্রি করেন। কৃষকদের কাছ থেকে এই ধানগুলো ২৩ টাকা প্রতি কেজি দরে কেনা হয়। ধান বিক্রি করতে আসা সকল কৃষককে উপস্থিত অতিথিদের তরফে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এদিন কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়। স্থানীয় এলাকার ৪২ জন কৃষকদের মধ্যে এই সামগ্রী গুলি বিতরণ করা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি কৃষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ