আগরতলা, ১৮ জানুয়ারি: রাজধানী আগরতলা প্রথমবারের মতো পূর্বোত্তর আদি বাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় রাজধানী আগরতলার পূর্বাশার আরবান হাটে আনুষ্ঠানিকভাবে এই বাজারের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই আজিবাজার। শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব।
তিনি আরো জানান উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের জনজাতীয় অংশের মানুষ তাদের চিরাচরিত খাবার দাবার পোশাক পরিচ্ছদ ইত্যাদি সামগ্রী নিয়ে বসবেন এখানে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই বাজারে বিভিন্ন রাজ্যের মোট ৩০ টি স্টল থাকবে এরমধ্যে ১৭ টি স্টল রাজ্যের, বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে ৭০ জনের বেশি শিল্পী চলে এসেছেন। প্রতিদিন বিকেল দুটো থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা বলেও জানিয়েছেন চেয়ারম্যান। তিনি আরো বলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কল্যাণে বিশেষ করে জনজাতীয় অংশের মানুষের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। এরই অঙ্গ হিসেবে বিভিন্ন জায়গায় জনজাতিদের কাজকর্ম এবং শিল্পকলা নিয়ে কাজকর্ম করা হচ্ছে। তার প্রেক্ষিতে রাজ্যে প্রথমবারের মতো এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে সফল করে তোলার লক্ষ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের সংস্থা টাইফ্রেড এবং মার্কফেডের যৌথ উদ্যোগে আদি বাজার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজন যেন এই বাজারে আসেন এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জনজাতি অংশের মানুষের চিরাচরিত খাবার দাবার পোশাক পরিচ্ছদ কিনে নিয়ে যান এই আহবান করেন।
রাজধানীর বাধারঘাট এলাকার মার্কফেডের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এদিনের এই সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যানের পাকাপাকি উপস্থিত ছিলেন টাইফয়েডের রিজিয়ন এল ম্যানেজার পেমথিং কেশিং এবং মারফেডের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণপদ ভৌমিক।
0 মন্তব্যসমূহ