আগরতলা, ১১ জানুয়ারি : রাজধানী আগরতলার পার্শ্ববর্তী হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৩-তম আগরতলা বইমেলা চলছে। এবছরের এই বইমেলায় ভারতীয় জনতা পার্টি প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে মহিলাদের ক্ষমতায়নে যস্বষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ পদক্ষেপ "শক্তিস্বরূপা" সচেতনতামূলক একটি স্টল চালু করা হয়েছে। শনিবার এই স্টল পরিদর্শন করেন আগরতল পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, বিজেপি প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার ও ত্রিপুরা মার্কফেড চেয়ারম্যান অভিজিৎ দেব ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবৃন্দগন। তারা সকলের স্টল পরিদর্শনের পাশাপাশি বইমেলা চত্বর ঘুরে দেখেন।
0 মন্তব্যসমূহ