Advertisement

Responsive Advertisement

পুর নিগমের শারদ সম্মান ১৬ জানুয়ারি রবীন্দ্র ভবনে



আগরতলা, ৯ জানুয়ারি : আগামী ১৬ জানুয়ারি আগরতলা পুর নিগমের শারদ সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠান হবে রবীন্দ্র ভবনে। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট ২১টি ক্লাবকে পুরুস্কৃত করা হবে। ট্রফি ও অর্থ রাশি দেওয়া হবে তাদের। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন , সেরার সেরা ৫ টি ক্লাবকে পুরুস্কৃত করা হবে। এগুলি হচ্ছে প্রতিমায় ফ্লাওয়ার্স ক্লাব, মণ্ডপে নেতাজি প্লে ফোরাম , আলোক সজ্জায় এগিয়ে চলো সংঘ , সেরা থিমে যুব সমাজ ও সেরা মহিলা পরিচালিত পূজায় মুক্তি সংঘ। তাছাড়া পুর নিগমের ৪ টি জোনে প্রতিমা , মন্ডপ , আলোকসজ্জা ও থিম অর্থাৎ ৪টি বিভাগে সেরা ক্লাবগুলিকে পুরুস্কৃত করা হবে। মোট ২১ টি পুরুস্কার দেওয়া হবে বলে মেয়র জানিয়েছেন। ৩০ ডিসেম্বর এই অনুষ্ঠানটি করার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে রাষ্ট্রীয় শোক থাকায় অনুষ্ঠানটি করা যায়নি। তাই পিছিয়ে ১৬ জানুয়ারি হতে চলেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটরদের প্রায় সবাই উপস্থিত ছিলেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ