আগরতলা, ১৪ জানুয়ারি : মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যতিথি। বিশেষ এই দিনে মানবসেবার কাজে এগিয়ে এলো আর্ট অফ লিভিং বনমালিপুর সেন্টারে জ্ঞান মন্দির। এদিন তাদের তরফে ১০০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংসদ নিজ হাতে উপস্থিত মানুষের হাতে এই শীত বস্ত্র তুলে দিয়ে কর্মসূচি সূচনা করেন। এদিনের এই কর্মসূচি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, আর্ট অফ লিভিং সুস্থ সমাজ এবং পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলছে। সেই সঙ্গে তিনি আরো বলেন বর্তমান সময়ের সমাজকে কুলুষিত করার একটা প্রয়াস চলছে, সরকার যতই চেষ্টা করুক এই কাজে যদি সমাজের মানুষ এগিয়ে না আসেন তাহলে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ পর্যায় রাখা যাবে না সমাজে। এই কাজে আট অফ লিভিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার এই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদও জ্ঞাপন করেন।
আর্ট অফ লিভিং বনমালিপুর সেন্টারে জ্ঞান মন্দিরের কনভেনার নূপুর দেববর্মা সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে আর্ট অফ লিভিং সারা বছর মানুষের কল্যাণে নানা কাজ করে থাকে।
0 মন্তব্যসমূহ