আগরতলা, ৯ জানুয়ারি : দেশের সংবিধান ও সংবিধান প্রণেতা বাবা সাহেব ড. বি আর আম্বেদকরকে নিয়ে ব্যাপক প্রচারে যেতে চাইছে বিজেপি। এর জন্যে পক্ষকাল ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১১ জানুয়ারি থেকে তা চলবে ২৫ জানুয়ারি ২০২৫ইং পর্যন্ত। বৃহস্পতিবার সংবিধান গৌরব অভিযানের উপর এক কর্মশালার আয়োজন করা হয় আগরতলার নজরুল কলা ক্ষেত্রে। তাতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা।
এই কর্মসূচি সফল করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার চেয়ারম্যান হয়েছেন প্রনজিৎ সিংহ রায়। রাজ্য স্তরের নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন মোর্চা, মণ্ডল ও জেলা স্তরের নেতৃত্ত তাতে উপস্থিত ছিলেন। প্রনজিৎ সিংহ রায় সংবিধান গৌরব অভিযানে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন রাজ্যের প্রতিটি মানুষের কাছে আম্বেদ করের কথা তুলে ধরা হবে।
0 মন্তব্যসমূহ