আগরতলা, ১১ জানুয়ারি : আগরতলা জিআরপি থানার পুলিশ এন ডি পি এস আইনে দুই জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন মহিলা। আগরতলা রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মিলিতভাবে দূরপাল্লার ট্রেনে করে মাদক দ্রব্য বহনের কাজ করতো। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো মোহাম্মদ মেহেদী হাসান নাজমুল। বাড়ি সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকায়। ধৃত মহিলার নাম শাহেনা আক্তার। বাড়ি বিশালগড় থানাধীন চড়িলাম আড়ালিয়াতে। তাদের কাছ থেকে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। এগুলি মাদকদ্রব্য কেনাবেচার টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনা আবারো প্রমান করে নেশা কারবারি কিংবা নেশা সামগ্রী পাচারকারীরা এখনো কতটা সক্রিয়। নিরাপদ করিডোর হিসাবে এরা বরাবরের মতোই রেল পথকে ব্যবহার করে আসছে। উৎকণ্ঠার বিষয় হচ্ছে যুবতী কিংবা মহিলারাও এখন এই সমস্ত অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়ছে।
0 মন্তব্যসমূহ