Advertisement

Responsive Advertisement

বাগমায় কংগ্রেসে যোগ দিলেন ৬১ জন


আগরতলা, ১৬ জানুয়ারি : রাজ্যে কংগ্রেসের মাত্র তিন বিধায়ক। তা সত্ত্বেও কিছু মানুষ কংগ্রেসে যোগদান করছেন। এবার দলবদল বাগমায়। ১৭ পরিবারের ৬১ জন যোগ দিলেন কংগ্রেসে। বিজেপি , সিপিএম সহ বিভিন্ন দল ছেড়ে হাত শিবিরে যোগ দেন তারা। বৃহস্পতিবার বাগমা ব্লক কংগ্রেস কার্যালয়ে নবাগতদের বরন করে নেন ব্লক কংগ্রেস সভাপতি টিটন পাল। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন তিনি। সঙ্গে ছিলেন দলের অন্যান্ন কার্যকর্তারাও। রাজ্যে ও কেন্দ্রে এখন বিজেপি ক্ষমতায়। রাজ্যে বিজেপির সঙ্গে ক্ষমতায় রয়েছে ipft ও টিপরা মথা। অপরদিকে রাজ্য বিধানসভায় মাত্র ৩ জন কংগ্রেসের বিধায়ক রয়েছেন। তাই এই ভোটারদের কংগ্রেসে যোগদানের বিষয়টি অর্থবহ। বিজেপি সরকারের আমলে বঞ্চনার শিকার হওয়ায় তারা কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান । গ্রামীণ এলাকায় কংগ্রেস হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে মরিয়া প্রয়াস চালিয়েছে। দলীয় নেতৃত্বের তৎপরতাতেই সাংগঠনিক ক্ষেত্রে এই সাফল্য আসে বলে রাজনৈতিক মহলের অভিমত ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ