আগরতলা, ১৮ জানুয়ারি : রাজধানী আগরতলা পুর নিগমের মেয়র এবং রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের জন্মদিন ১৮ জানুয়ারি। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বন্যায় ভাসছেন মেয়র। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "আগরতলা পৌরনিগমের সম্মানিত মেয়র ও বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়ের শুভ জন্মদিনে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। মা ত্রিপুরাসুন্দরীর কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।" মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়ক এবং দলীয় নেতাকর্মীরাও শুভেচ্ছা বার্তার দিয়েছেন।
রাজধানীর সীমান্তবর্তী এলাকা কালিকাপুরস্থিত হরিজন কলোনীর বাসিন্দাদের সাথে মিলে নিজের জন্মদিন পালন করেছেন দীপক মজুমদার। এই উপলক্ষে সাংবাদিকদের তিনি জানান, এই এলাকায় অবস্থিত কামাখ্যা মন্দিরটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই তিনি মন্দিরটি পুনঃনির্মাণের আশ্বাস দিয়েছেন। এছাড়াও, মেয়র এলাকাটি পরিদর্শন করে জনগণের সাথে কথা বলেছেন। তিনি ড্রেন নির্মাণ, রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দিয়েছেন। জন্মদিনে মেয়র কে কাছে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। তারাও মেয়রের দীর্ঘায়ু কামনা করেছেন।
0 মন্তব্যসমূহ