Advertisement

Responsive Advertisement

ক্ষুদিরাম বসু স্কুলে বিপ্লবী ক্ষুদিরামের মূর্তির আবরণ উন্মোচন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য



আগরতলা ১৬ জানুয়ারি : রাজধানীর বনমালিপুর এলাকায় রয়েছে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম নামে একটি স্কুল। বৃহস্পতিবার এই স্কুলে বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর একটি মর্মর মূর্তি প্রতিস্থাপন করা হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠান হয় স্কুলে। তাতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য আবরণ উন্মোচন করেন মর্মর মূর্তিটির। এদিন দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি লাগানো যায় স্কুল বিল্ডিঙে। একই সঙ্গে সরকারি প্রকল্পে ছাত্রীদের মধ্যে বাই সাইকেল প্রদান করা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য এর হাত ধরে ছাত্রীদের মধ্যে সাইকেলে গুলি প্রদান করা হয়। স্কুলের এই অনুষ্ঠান ঘিরে ছাত্রীদের মধ্যে বেশ উচ্ছাস দেখা গিয়েছে। সাংসদ বলেন, আগামী প্রজন্মকে দেশের কৃষ্টি সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে অবগত করতে এই ধরণের অনুষ্ঠান খুবই জরুরি। আর এর থেকেই আগামীদিনে পথ চলার অনুপ্রেরণা মেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ