Advertisement

Responsive Advertisement

জমে উঠেছে সরস্বতী পূজার বাজার, প্রতিমার দাম বাড়লেও চাহিদা ব্যাপক


আগরতলা, ১ফেব্রুয়ারী : প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজিতা হন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তিথির কারণে এবছর দুই দিনে হবে বাণী বন্দনা। তাই কোথাও রবিবারে তো কোথাও সোমবার হবে পূজা। ইতিমধ্যে স্বেত শুভ্র বসনার দেবীকে তুষ্ট করতে মানুষ বাজারে বের হয়ে পড়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ছাত্র ছাত্রী। আর সেটাই স্বাভাবিক। তিনি যে বিদ্যার দেবী। রাজধানীর বটতলা, মাহারাজগঞ্জ বাজার, লেক চৌমুহনী, দুর্গাচৌমুহনীসহ বিভিন্ন বাজারগুলিতে মৃৎ শিল্পীরা সরস্বতীর মূর্তি নিয়ে এসেছেন। ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের সরস্বতীর মূর্তি রয়েছে। চাহিদাও মোটামুটি ভালই বলে জানান বেবসায়ীরা। তবে দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি। তাতে পকেটে টান পড়লেও যে যার পছন্দমত প্রতিমা কিনে নিচ্ছেন। রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে পূজার বাজার বেশ জমে উঠছে। প্রতিমা নেওয়ার জন্যে ভিড় লেগেছে কুমোর পাড়ায়। সব মিলিয়ে বেশ জমে উঠেছে সরস্বতী পূজার বাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ