দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ২৬ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বামুটিয়ার রাঙুটিয়া সড়কে ওত পেতে বসে থেকে ব্রাউন সুগার সহকারে এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হন লেফুঙা পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম উত্তম বিশ্বাস। সে বামুটিয়ার রাঙুটিয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে এই ব্রাউন সুগার বাণিজ্যের সাথে জড়িত খবরটি ছিল পুলিশের নিকট অনেক আগে থেকেই। বুধবার বিকেলে লেফুঙা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে পুলিশ টিম ঐ এলাকাটিতে গিয়ে ব্রাউন সুগার সহকারে কারবারি উত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের পরিমাণ ১১ দশমিক ২১ গ্রাম যার বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হবে বলে জানান ওসি সহদেব দাস। উনি আরও জানান এলাকাটিতে আর কেউ ব্রাউন সুগার বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে ও তদন্ত করা হবে ।পাশাপাশি এনডিপিএসের ধারায় মামলা লিপিবদ্ধ করে গ্রেপ্তার যুবক উত্তম বিশ্বাসকে আগামীকালই কোর্টে প্রেরন করে দেবার কথা জানান উনি।
0 মন্তব্যসমূহ