আগরতলা, ১ ফেব্রুয়ারী : বড় ধরণের অগ্নিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেলো রাজধানীর মেট্রো বাজার। শনিবার সকালে অগ্নিকান্ড ঘটে। যদিও মেট্রো বাজারের ভিতর অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকায় আগুন বেশিদূর গড়াতে পারেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুইটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় মেট্রো বাজারের ভিতরটি। আগুন নিয়ন্ত্রণে চলে আসায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। তবে এই ঘটনায় রাজধানীর শকুন্তলা রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা এটি তৎপরতার সঙ্গে কাজ করেন। খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়। আগুন লাগার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। যে কোনো প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা খুবই জরুরি। এর জন্যে আইনও রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হয়না বলে অভিযোগ।
0 মন্তব্যসমূহ