আগরতলা, ১০ ফেব্রুয়ারী : ত্রিপুরা প্রদেশ কিষান মোর্চার রাজ্যব্যাপী কৃষক সম্মাননা কার্যক্রমের অঙ্গ হিসাবে সোমবার খয়েরপুর মন্ডলের চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যমে মন্ডলের ১০ জন কৃষককে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন খয়েরপুর মন্ডলের বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী, প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়, সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক কিষান মোর্চা প্রদেশ সম্পাদিকা এআর প্রতীচী ভৌমিক, গ্রামীণ জেলা কিষান মোর্চা সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন বিজেপি ৫ খয়েরপুর মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক। সভায় স্বাগত ভাষণ রাখেন প্রদেশ কিষান মোর্চা সম্পাদিকা এআর প্রতীচী ভৌমিক। বিশেষ অতিথির ভাষনে কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরন রায় বলেন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা অবতার পুরুষ নরেন্দ্র মোদি ভারতে কৃষক গণকে কিষান সম্মান নিধি প্রদানের মাধ্যমে সম্মান দিয়েছেন। তিনি দেশের কৃষককে অন্নদাতা বলে সম্বোধন করেছেন। মোদির পদাঙ্ক অনুসরণ করে এরাজ্যে কিষান সম্মাননা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বিগত সিপিএম সরকারের আমলে এই রাজ্যের কৃষকের কি দুরবস্থা ছিল তা বিস্তৃত বর্ণনা করেন। সিপিএম কংগ্রেসের রাজত্বকালে কৃষককে এক টাকা কিষান সম্মান নিধি দেওয়া হয়নি, সহায়ক মূল্যে ১ কেজি ধান খরিদ করা হয়নি। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত ত্রিপুরার এক লক্ষ্য ৬৫ হাজার কৃষক ১৮ টি কিস্তির মাধ্যমে অষ্টশ কোটি টাকার উপর সরাসরি নিজেদের একাউন্টে পেয়েছেন। আমাদের সরকার এ পর্যন্ত এক লক্ষ ২৫ হাজার মেট্রিক টন এর উপর ধান সহায়ক মূল্যে কৃষকের নিকট থেকে সরাসরি ক্রয় করেছেন এতে ত্রিপুরার কৃষকের আর্থিক অবস্থা অনেকটাই বদলে গেছে সিপিএমের আমলে কৃষকের মাসিক গড় আয় ছিল ৬হাজার টাকার কিছু বেশি এখন কৃষকের গড় আয় ১৪ হাজার টাকার বেশি হয়েছে। কৃষকের আয় দ্বিগুণ হয়েছে। এখন কৃষি দপ্তরের গুদামে সারের অভাব হয় না। যথাসময়ে সার কীটনাশক ওষুধ বীজ ধান প্রভৃতি কৃষি দপ্তরের মাধ্যমে কৃষকরা পেয়ে থাকেন। সিপিএম কংগ্রেসের নেতারা আগরতলায় বসে সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন এবং শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কৃষকের জন্য কুমিরের মত অশ্রুপাত করছেন। বিগত বন্যার সময় কংগ্রেস সিপিএম নেতাদের এ কৃষকের পাশে দেখা যায়নি উনারা বিজেপি সরকারের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনা করে চলছেন। তিনি কৃষক সমাজকে ওই মিথ্যা ষড়যন্ত্রকারী কুৎসা রটনাকারী সিপিএম কংগ্রেস দূরে থাকতে পরামর্শ দেন। মূখ্য অতিথির ভাষণে খয়ের পুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী সিপিএম রাজত্বকালে রাজ্যের মানুষের কি দুরবস্থা ছিল এবং বিজেপি সরকারের আমলে রাজ্যের অবস্থা কি তা বিস্তৃত আলোচনা করেন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত বিশ্ব গুরুর পথে এগিয়ে চলছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার ফলও মিলছে। তিনি রাজ্যব্যাপী কৃষক সম্মাননা প্রদান ও কৃষক সমাবেশ করার মাধ্যমে রাজ্যের কৃষকের নিকট কেন্দ্র ও রাজ্য সরকার কৃষি ও কৃষক কল্যাণে যেসব প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্প গুলি বিস্তৃত আলোচনা করছেন সেজন্য প্রদেশ কিষান মোর্চার সভাপতি ও কিষান মোর্চার অন্যান্য কার্যকর্তাগনের ভূয়সি প্রশংসা করেন। উপস্থিত নেতৃত্বগণ মন্ডলের ১০ জন প্রগতিশীল কৃষককে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন । সভায় ২৪০ জন কৃষকের মধ্যে আট প্রকার সবজি বীজের প্যাকেট কিষান মোর্চার তরফ থেকে বিতরণ করা হয়। সভায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন খয়েরপুর মন্ডল বিজেপি সভাপতি রাজেশ ভৌমিক।
0 মন্তব্যসমূহ