Advertisement

Responsive Advertisement

পূর্ব আগরতলা থানার হাতে আটক ধৃত ছিনতাইবাজ





আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : পর বেশ কয়েকটি ছিনতাই এর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতের নাম বিপ্রজিৎ সাহা। বাড়ি রাজধানীর শ্যামলীবাজার এলাকায়। পূর্ব আগরতলা থানার অন্তর্গত বেশ কয়েকটি জায়গাতে ছিনতাই এর ঘটনার সঙ্গে সে জড়িত বলে তদন্তে নেমে জানতে পারে পুলিশ। 
ধৃতের কাছ থেকে বাইক, দুইটি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল এখনো উদ্ধার করা যায়নি। সদর এসডিপিও দেবপ্রসাদ রায় পুরো বিষয়টি জানিয়েছেন। গত ২, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি পৃথক পৃথক জায়গায় ছিনতাই এর ঘটনার সঙ্গে যুক্ত বিপ্রজিৎ। যাদের কারণে শহরে এখন বাড়ছে চুরি ছিনতাই এর ঘটনা। দিন রাত সবসময়েই এদের দাপাদাপি থাকে বিভিন্ন গলি পথে। শুধু ফাঁকা রাস্তাতেই নয় ভিড়ের মধ্যেও এরা চুরি ছিনতাই এর কাজে পটু। সাধারণ মানুষের অভিমত, পুলিশ এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেই মানুষ নিরাপদে হাঁটাচলা করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ